গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে গাজীপুর–ইটাখোলা সড়কের মৈশাইর এবং মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে টঙ্গী–কালীগঞ্জ–ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ গাজীপুর–ইটাখোলা সড়ক দিয়ে জয়দেবপুর দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের মৈশাইর এলাকায় পৌঁছালে পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
মঙ্গলবার রাতে টঙ্গী–কালীগঞ্জ–ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘোড়াশালগামী সিএনজি অটো রিকশার আলামিন নামে একযাত্রী নিহত হয়। দুটি সড়ক দুর্ঘটনার ব্যাপারেই আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।