গাজীপুরের দুই হাসপাতালে ডেঙ্গুতে আক্তান্ত হয়ে ভর্তি আছেন ১০১ জন রোগী। আক্রান্তদের মধ্যে নারী ও শিশু রোগীও রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন।
শনিবার (২২ জুলাই) বিকাল পর্যন্ত শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া, চলতি মাসে এখন পর্যন্ত ১৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।
অপরদিকে, টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোট ৮০ জন রোগী। এরমধ্যে ৪৩ জন পুরুষ, ২৮ জন নারী ও ৯ জন শিশু।
টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, শনিবার সকাল ১০টা পর্যন্ত এই হাসপাতালে ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্যমতে, শুক্রবার (২১ জুলাই) পর্যন্ত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৩ জন ডেঙ্গু রোগী।
জেলা সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, গাজীপুর মহানগরে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। দুটি বিশেষায়িত হাসপাতাল ছাড়াও উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসার কার্যক্রম চলছে।
আলম/এসএ/দীপ্ত নিউজ