গাজীপুরে গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হ্যান্টে আরও ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেট্টোপলিটন পুলিশে ৮টি থানা এলাকা থেকে ৬৯ এবং জেলা পুলিশের ৫টি থানা এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত তিনদিনে অপারেশন ডেভিল হ্যান্টে ২৬১ জনকে গ্রেপ্তার হয়েছে।
এর মধ্যে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত মোট ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ৮টা পর্যন্ত গত তিনদিনে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মোজাম্মেল হকের আত্মীয়–স্বজনও রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গাজীপুর মহানগর পুলিশের মেট্রো সদর থানায় নতুন যোগ দেওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, মহানগর পুলিশের বিভিন্ন টিম এ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত এবং অনুসন্ধান কাজ চালাচ্ছে। একই সাথে অপারেশন ডেভিল হান্টের অধীনে ঘটনার সাথে জড়িত ও পলাতক আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দাক্ষিণ খান এলাকায় আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের আটকে মারধর ও নির্যাতন করা হয়। এ ঘটনায় ১৮ জন আহত হন। তাদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।