ফিলিস্তিনের গাজায় স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে, বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। এই অবস্থায় সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে অনেকে বাসিন্দা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক টেলিভিশন সাক্ষাতকারে বলেছেন, গাজা দখলের চেষ্টা ইসরাইলের জন্য বড় ভুল হবে। এখন পর্যন্ত অন্তত দুই হাজার ৬৭০ ফিলিস্তিনির প্রাণ গেছে।
ফিলিস্তিনের গাজার প্রায় চারপাশ ঘিরে রয়েছে ইসরাইলি বাহিনীর অসংখ্য ট্যাংক ও সাঁজোয়া যান। পূর্ব ঘোষণা অনুযায়ী যেকোনো সময় নৌ, আকাশ ও স্থল পথে যৌথ অভিযান শুরু হতে পারে।
অবশ্য বিমান হামলায় এরইমধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। বিধ্বস্ত হয়েছে অসংখ্যা ঘরবাড়ি। ইসরাইল যদিও বলছে, অভিযানের লক্ষ্য হামাসকে নির্মূল করা, কিন্তু বোমার আঘাতে নির্বিচারে প্রাণ হারাচ্ছে বেসামরিক লোকজন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজা দখল করা ইসরাইলের জন্য বড় ধরনের ভুল হবে। এদিকে, নিরাপদ আশ্রয়ের খোঁজে দিগবিদিক ছুটছে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ। দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট।
বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায়, হাসপাতালগুলোর জেনারেটর চালানোর তেল দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এই অবস্থায় হুমকিতে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। সোমবার কয়েক ঘণ্টার জন্য গাজা থেকে বিদেশিদের মিশর সীমান্ত দিয়ে সরে যাওয়ার সুযোগ দেয় ইসরাইল।
অবরুদ্ধ লোকজনের পাশে দাঁড়াতে, মানবিক করিডর চালুর আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রোববার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক ভাষণে তিনি এই আহ্বান জানান।
গাজায় কোনো নিরাপদ স্থান অবশিষ্ট নেই বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে অন্তত এক হাজার চারশ জন নিহত হয়।
আল / দীপ্ত সংবাদ