ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্তের জন্য ‘প্রয়োজনীয় শর্তাবলি‘ মেনে নিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে, এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সব পক্ষের সঙ্গে কাজ কোরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে চুক্তির শর্তের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ সময় পোস্টে ট্রাম্প ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে এই চুক্তি গ্রহণের আহবান জানান।
এদিকে গাজা উপত্যকা জুড়ে গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় আরও ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ক্ষুধার্ত মানুষের ভিড়ে ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে ২৮ জন নিহত হন।
এ নিয়ে উপত্যকাটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৬ হাজার ৬৪৭ এ দাঁড়িয়েছে। অন্যদিকে ইসরাইলের ভূ–খণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। হামলার জেরে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ।