ত্রাণ সহায়তা নিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপকূলে পৌঁছেছে প্রথম ত্রাণবাহী জাহাজ।
সাইপ্রাস থেকে যাত্রা শুরুর তিন দিন পর স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) বিকেলে গাজার উপকূলের কাছাকাছি পৌঁছেছে ২০০ টন খাদ্যপণ্যবাহী স্পেনীয় জাহাজ ‘ওপেন আর্মস’।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এই ২০০ টন ত্রাণের মধ্যে রয়েছে চাল, ময়দা, লেবু, শিম, টিনজাত শাকসবজি এবং টিনজাত প্রোটিন।
স্পেনের দাতব্য সংস্থা ওপেন আর্মস, যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথ উদ্যোগ ও অর্থায়নে পাঠানো হয়েছে এসব খাদ্যপণ্য। যে জাহাজটিতে ত্রাণ পাঠানো হয়েছে, সেটির মালিক ওপেন আর্মস।
শুক্রবার (১৫ মার্চ) ওপেন আর্মস গাজা উপকূলের কাছে নোঙ্গর করার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ওয়ার্ল্ড সেন্টার কিচেনের প্রতিষ্ঠাতা ও শীর্ষ নির্বাহী জোসে অ্যান্দ্রেজ উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘আমরা পেরেছি! সামনের সপ্তাহগুলোতে গাজায় আরও সরবরাহ পাঠানো হবে।‘
এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় রওনা হওয়ার আগে সাইপ্রাস উপকূলে জাহাজটি তল্লাশি করেছে ইসরায়েলি সেনারা।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েল–হামাস যুদ্ধ শুরুর পর এটি গাজায় যাওয়া প্রথম ত্রাণবাহী জাহাজ।
এদিকে, বিশ্বব্যাপী তীব্র নিন্দা উপেক্ষা করে রমজানের মধ্যেই গাজার প্রায় ১২ লাখ ফিলিস্তিনির নিরাপদ আশ্রয়স্থল রাফাহ শহরে স্থল অভিযানের অনুমতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (১৫ মার্চ) যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের পর তার কার্যালয় এই তথ্য জানিয়েছে।
তবে, এর বিরোধীতা করেছে যুক্তরাষ্ট্র এবং, এই অভিযানের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জাতিসংঘ, জার্মানি এবং নেদারল্যান্ডস।
এসএ/দীপ্ত সংবাদ