গাজায় খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ করার আহ্বান জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।
এক টুইট বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, গাজায় খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ বন্ধ করেছে ইসরায়েল যা যুদ্ধাপরাধ। তাই যুদ্ধ বিধ্বস্ত গাজায় জীবন রক্ষাকারী জিনিসপত্র সরবরাহ করার আহ্বান জানানা তিনি।
এদিকে, ফিলিস্তিন–ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার (১১ অক্টোবর) তারা টেলিফোনে কথা বলেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। যুদ্ধ বন্ধের বিষয়ে বৈঠক করেছেন আরবলীগ নেতারাও।
ইসরায়েলের নজিরবিহীন বোমা ও রকেট হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। চারদিকে শুধুই ধ্বংসস্তূপ। নিহতের সংখ্যা বেড়ে ১২শ হয়েছে। আর হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখা দাঁড়িয়েছে ১২শ জনে।
আল / দীপ্ত সংবাদ