গাজা উপত্যকায় মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল দেকরান বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
হামলায় গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল বালাহ, খান ইউনিস ও রাফাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।
গাজায় যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানো নিয়ে চলমান অচলাবস্থার মধ্যেই এ হামলা চালানো হলো।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজায় একাধিক স্থানে হামলা চালিয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনী আরও জানিয়েছে, হামলা কেবল বিমান থেকে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে আরও বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা রয়েছে।
গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও, তার মেয়াদ বাড়ানো নিয়ে দীর্ঘ আলোচনা ব্যর্থ হয়। এরপর থেকেই ইসরায়েল সন্দেহভাজন ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছিল। তবে আজকের হামলার মাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
এদিকে, হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, এই হামলার ফলে গাজায় আটক থাকা ৫৯ জন বন্দির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
গাজার সাম্প্রতিক এ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, অবিলম্বে যুদ্ধবিরতি পুনর্বহাল করা না হলে গাজায় মানবিক বিপর্যয় আরও তীব্র হবে।