গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২১৬টি ভোগ্যপণ্যের নকল মোড়ক ও মালামালসহ জয়নাল আবেদীন নামের এক অসাধু ব্যবসায়ীকে আটকে পর ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করা হয়েছে। রবিবার (৯ এপ্রিল) রাতে গোলাপবাগ হাটের দোকান থেকে তাকে আটক করা হয়।
এরপর উপজেলা চত্বর কুঠিবাড়ীর বিআরডিবি অফিস এলাকার বাসায় অভিযান চালিয়ে প্রাণ, তীর, মদিনা, বসুন্ধরা, এসিআই, আকবারিয়া, শ্যামলী, এশিয়া সুইটস এর মোড়ক সহ ২১৬ প্রকার পণ্যের মোরক ও বিভিন্ন মালামাল উদ্ধার করে।
জয়নাল আবেদীন উপজেলার গুমানীগঞ্জ ইউপির বালুপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তিনি উপজেলা বিআরডিবি কার্যালয় সংলগ্ন এলাকায় বসবাস করে।
বগুড়ার আকবারিয়ার হেড অব সেলস এর অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন শফিক স্থানীয় পুলিশের একটি দল সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যবসায়ীকে ২ মাসের কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন এবং উদ্ধারকৃত ২১৬ ধরনের বিপুল পরিমাণ খালি মোড়ক ও লাচ্ছা সেমাই, মুড়ি, বিস্কুট, টোস্ট, খেজুর, লবণ জাতীয় পণ্যগুলো ধ্বংস করেন।
আকবরিয়ার হেড অব সেলস জানান, আমাদের সেলসম্যানরা গোবিন্দগঞ্জের গোলাপবাগ বাজার এলাকার জয়নাল আকবারিয়া ব্র্যান্ডের এলিট পণ্য হিসেবে খ্যাত সিক্স সিস্টার ঘিয়ে ভাজা লাচ্চার মূল্য ৭০০ টাকার পরিবর্তে ১৮০ টাকায় বিক্রি করতে চায়। এতে আমাদের সন্দেহ সৃষ্টি হয়। পরে আমাদের একটি টিম কৌশলে কম মূল্যের ওই পণ্যর অর্ডার করলে জয়নাল আবেদীন তা দ্রুত এনে দেয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন শফিক জানান, জয়নালকে আটকের পর তার বাসায় অভিযান চালানোর সময় সেখানে শুধু একটি কোম্পানি বা একটি পণ্য নয় বিভিন্ন ব্র্যান্ডের ২১৬ ধরনের ভোগ্যপণ্য নকল মোড়ক এবং নিম্নমানের খাদ্য সামগ্রী ও মালামাল পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে জেলা-জরিমানা ও জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
এমি/দীপ্ত