ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধায় ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়ন সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (৮ জুন) কর্মশালাটি সার্কিট হাউস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো.খলিলুর রহমান।
জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে এ প্রশিক্ষণে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো.হাবিবুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক।
প্রশিক্ষণ পরিচালনা করেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. জাহিদ হোসেন পনির।
প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রবিউল ইসলাম, উপজেলা ভূমি কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভূমি সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল ভূমি সেবা সহজ করতে নানা মুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। সাধারণ মানুষ জাতে তাদের সেবা পেতে স্বস্তি পায় সেজন্য ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়ন কার্যক্রম চালু করেছে। এতে করে ভূমি ব্যাবস্থাপনায় হয়রানি ও জটিলতা থাকবে না। যদি কনো সমস্যা থাকে তা চিহ্নিত করতে সহজ হবে।
ভবতোষ রায় মনা/এমি/দীপ্ত নিউজ