প্রচন্ড গরমে গায়ে কাপড় রাখা কঠিন! পরা পোশাক আরামদায়ক না হলে ব্যথা বাড়ে। এই গরমে পাতলা সুতির পোশাক পরার বিকল্প নেই। তবে এক্ষেত্রে, রঙের বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত।
অনেকেরই হয়তো ধারণা নেই, গরমে কী রঙের পোশাক আরামদায়ক হবে। ফ্যাশনিস্টদের মতে, গরমে সাদা পোশাক পরা বেশি আরামদায়ক। তবে শুধু সাদা কাপড় নয়, গরমে শরীর ঠান্ডা রাখতে হালকা রঙের পোশাক পরা উচিত।
এর মধ্যে দিয়ে সহজে হাওয়া চলাচল করতে পারে। ফলে শরীরে অস্বস্তি কম হয়। আঁটসাঁট পোশাক পরলে হাওয়া চলাচল করতে পারে না। ফলে ঘাম সহজে বাষ্পীভূত হয় না।
শরীর ঠান্ডা না হলে অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়তে থাকে। যার ফলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তবে অনেকেই গরমে সাদা পোশাক পরেন। হালকা সাদা পোশাক পরলে অনেকটাই আরাম পাওয়া যায়।
এর পেছনে একটি বৈজ্ঞানিক কারণও আছে। আসলে সাদা রং সূর্যের তাপ শোষণ করতে পারে না সেভাবে। বেশিরভাগ তাপই সাদা রং বাইরের দিকে প্রতিফলিত করে। ফলে শরীর গরম হওয়ার ভয় নেই।
গবেষণায় দেখা যায়, সাদা পোলো শার্টের পৃষ্ঠের তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা গবেষণার সময় বাতাসের তাপমাত্রার সমতুল্য।
অন্যদিকে কালো পোলো শার্টের পৃষ্ঠের তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট)।
গবেষকরা জানান, সাদার পরে যে রংগুলো শরীরকে শীতল রাখে সেগুলো হলো হলুদ, ধূসর ও লাল।
আল/ দীপ্ত সংবাদ