২৩ বছর পর গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিজুর রহমান প্রকাশ আনিছুল হক আনিছ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ মে) ভোরে ফেনীর সোনাগাজীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের বাদশা ফকির বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, ২০০০ সালে আনিছুল হক আনিছসহ সাতজন মিলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। ওই নারী বাদী হয়ে তৎকালীন সময়ে সাত জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। সোনাগাজী থানার মামলা নং–১১, তাং–২৭–০২–২০০০ খ্রি.। অতিরিক্ত দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল ফেনী–২ এর তৎকালীন বিচারক ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি সাতজন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন। এর মধ্যে তিনজন আসামি দীর্ঘদিন কারাভোগের পর হাইকোট থেকে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন।
আরও পুলিশ জানায়, পলাতক চার আসামির মধ্যে আনিছও একজন। মামলার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আনিছুল হক পলাতক ছিলেন। ইতোমধ্যে সৌদি আরব সহ কয়েকটি দেশে আত্মগোপনে ছিলেন তিনি। উক্ত মামলায় দন্ডিত আরো তিন আসামি এখনো পলাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই সায়েদুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ২৩ বছর পর গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আনিছকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে প্রেরণ করা হয়ে।
আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ