ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ গুরুতর আহত হয়েছে আরও তিনজন।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১২ টার দিকে মহাসড়কের ভবেরচর ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আক্তার হোসেন ঢালী। সে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত মোহাম্মদ হোসেন ঢালীর ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনায় সংগীতশিল্পী–অভিনেত্রীসহ নিহত ৯
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মহাসড়কে ঢাকাগামী লেন থেকে ইউটার্ন নিয়ে কুমিল্লাগামী লেনে যাওয়ার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ঢালী মারা যায়। এছাড়া এ ঘটনায় দুই নারীসহ গুরুতর আহত আরও তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, নিহতের লাশ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে চালক ও হেল্পার কৌশলে পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হামিদ/ সুপ্তি/ দীপ্ত নিউজ