‘স্মার্ট বাংলাদেশ‘ গঠনে খ্রিষ্টান সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বঙ্গভবনে ‘বড়দিন‘ উপলক্ষ্যে খ্রিষ্টান নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই আহবান জানান তিনি।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের গণমান্য ব্যক্তিদের সাথে কুশলাদি বিনিয়ম করেন রাষ্ট্রপতি।
এসময় ফার্স্ট লেডি রেবেকা সুলতানা, পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি দরবার হলে কেক কাটেন এবং অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
ঢাকার আর্চবিশপ বিজয় নিসেফরাস ডি‘ক্রুজ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওসহ বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
এসএ/দীপ্ত নিউজ