শনিবার, জুলাই ১২, ২০২৫
শনিবার, জুলাই ১২, ২০২৫

খেলতে হলে মাঠে আসতে হবে: হাসনাত আব্দুল্লাহ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এখন অবস্থা এমন যে, বিএনপির বিবেচনায় নাকি সব হবে, এটা হতে দেওয়া হবে না। মাঠের বাইরে বসে খেলা নিয়ন্ত্রণ করা যাবে না। খেলতে হলে প্লেয়ার হিসেবে মাঠে আসতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১১ জুলাই) সকালে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জুলাই পদযাত্রা অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় যশোর শহরের ওরিয়ন হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাসনাত বলেন, আমরা বাংলাদেশপন্থি নির্বাচন কমিশন, গণমাধ্যম, সরকার দেখতে চাই। ব্যক্তি পূজা সিস্টেমে চলছে, এর থেকে বের হতে হবে। এ জন্য ৩ আগস্ট জুলাই সনদ দাবির আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনসহ গত ১৬ বছর তৃণমূলের কর্মীরা নির্যাতিত হলেও নেতারা বিলাসী জীবন যাপন করেন। তারা আ. লীগের সঙ্গে ব্যবসা করেন। আমরা বলি তৃণমূলের কর্মীদের ত্যাগ ও রক্তের সঙ্গে বেঈমানি করবেন না।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে। কমিশনের অনেকের কার্যক্রম সন্দেহজনক। তাদের বিরুদ্ধে সোচ্চার আছে জুলাই যোদ্ধারা।’

নির্বাচন প্রসঙ্গে এনসিপি এই নেতা বলেন, ‘অনেকে বলে আমরা নির্বাচন পেছাতে চাই, এটা ঠিক না। আমরা নির্বাচন চাই, কিন্তু অনেকে সংস্কার ঠেকানোর নামে নির্বাচন পেছাতে চায়। আমাদের দাবিজুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে।’

জুলাই আহতদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে না এমন অভিযোগের প্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টার বেতন দেয়া অপচয় হয়েছে। তিনি জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সমন্বয় করতে পারছেন না। তবে আহতদের চিকিৎসার বিষয়ে এনসিপি ভূমিকা পালন করবে।’

সভায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই সনদ দ্রুত ঘোষণা করতে হবে। এতেই জুলাই যোদ্ধাদের শক্তি লুকায়িত। সেটা লিখিতভাবে সংবিধানে স্থান দিতে হবে। কিন্তু তারা বলে, গণপরিষদ ভোট ছাড়া এটা সংবিধানে সংযুক্ত সম্ভব না। ফলে সংবিধান পরিবর্তন হতে হবে। বর্তমানে সংবিধান পরিবর্তন না হলে আ. লীগ থেকে যাবে।

মতবিনিময় সভায় এনসিপি নেতা তাসনিম জারা, নুসরাত তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া যশোর শহরের ৪ শহীদ পরিবার সদস্য ও ১৫ জন আহত অংশ নেন।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More