খুলনায় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ জুলাই) বেলা ২টায় নগরীর সাতরাস্তা মোড়ে এ সংঘর্ষ শুরু হয়। বেলা ১টার দিকে শিক্ষার্থীরা সাতরাস্তা মেড়ে অবস্থান নেয়।
এসময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। শিক্ষার্থীদের সরে যেতে বললে তারা বিভিন্ন শ্লোগান দিতে শুরু করে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এবং পুলিশের ওপর ইট পাটকেল ছুঁড়ে তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে। এসময় শিক্ষার্থী ও সাংবাদিকসহ ২০–২৫ জন আহত হয়। পরে সংঘর্ষ নগরীর রয়েল মোড়, পিটিআই মোড়, শান্তিধাম, পিকচার প্যালেস ও টুটপাড়া কবরখানা মোড় পর্যন্ত বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে ২৫–৩০ জনকে আটক করে।
এর আগে সকালে রয়েল মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে চাইলে পুলিশের বাধায় তারা অবস্থান নিতে পারেনি। এসময় পুলিশ কয়েকজনকে আটক করে।
অন্যদিকে মঙ্গলবার (৩০ জুলাই) রাতে খুলনায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপিসহ স্থানীয় রাজনীতিবিদ ও প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে গভীর রাতে কর্মসূচি প্রত্যাহার করে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা একাংশ।
ইয়াসীন আরাফাত/এজে/দীপ্ত টিভি