খুলনার খালিশপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঈশান নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, রাত নয়টার দিকে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড়ে অন্ধকারে দুর্বৃত্তরা ঈশানের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হচ্ছিল।
ঈশানের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে।তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার তদন্তে ইতোমধ্যে বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রাথমিক তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
ইয়াসীন আরাফাত/এজে/দীপ্ত সংবাদ