খুলনায় কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে নগরীর লবণচরা থানার বান্দা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় ১টি ম্যাগজিনসহ পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৪টি চাপাতি, ৩টি চাইনিজ কুড়াল, ১টি দা ও ২টি ছুরি উদ্ধার করা হয়।
বুধবার ( ৯ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ট্যারা মোস্ত একজন তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ। দির্ঘদিন সে নগরীতে সন্ত্রাসী ও ভূমি দখল কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া সে একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ি। তার নামে বিভিন্ন থানায় মোট ৮টি হত্যা মামলা, ৪টি চাঁদাবাজি মামলা, ১টি আস্ত্র আইনে মামলা ও ১টি চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় মোট ২৬টি মামলা রয়েছে।
কমিশনার আরও জানান, ৮ আগস্ট রাতে গোপন সংবাদেও ভিত্তিতে নগরীর খালিশপুর থানা এলাকা থেকে কায়েস শিকদার নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বিকারোক্তি মোতাবেক ট্যারা মোস্তকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১টি চাপাতি উদ্ধার করা হয়।
এসএ/দীপ্ত নিউজ