শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি ও চিত্রঙ্কনে রঙিন খুলনার দেয়ালগুলো। যা বাড়িয়ে দিয়েছে খুলনার সৌন্দর্য্য। এর মাধ্যমে দেশবাসীকে নতুন বার্তা দিতে চায় শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত বিজয় শেষে সড়ক পরিষ্কার ও ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন শিক্ষর্থীরা। এবার নগরীর সৌন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি দেশবাসিকে নতুন বাংলাদেশ গড়ার বার্তা দিতে তারা শুরু করেছে গ্রাফিতি ও দেয়াল অঙ্কনের কাজ। তাদের রং তুলির আচঁড়ে বদলে গেছে খুলনার চিত্র। নগরীর প্রতিটি সড়কের দেয়াল জুড়ে তারা এই কাজ করছেন।
রবিবার (১১ আগস্ট) সকাল থেকে তারা গ্রাফিতি ও দেয়াল অঙ্কনের কাজ শুরু করেছেন। আন্দোরনের শ্লোগানের পাশাপাশি নতুন প্রজন্মকে সচেতন করতে তারা বিভিন্ন ক্যাপশান গ্রাফিতির মাধ্যমে তুলে ধরছেন। পাশাপাশি নতুন প্রজন্মের জন্য দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলছেন নানা বার্তা। শিক্ষার্থীদের দাবি এর মাধ্যমে আরো সচেতন হবে দেশের আগামী প্রজন্ম।
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, কুয়েট ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা এই কাজ করছেন।
ইয়াসীন/ সুপ্তি/ দীপ্ত সংবাদ