বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫
বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে আমরা একজন গণতান্ত্রিক অভিভাবককে হারালাম: ড. কামাল হোসেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার এবং বিএনপির নেতা–কর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেওয়া এক শোকবার্তায় ড. কামাল হোসেন বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক অভিভাবককে হারালাম। দেশের ইতিহাসে গণতান্ত্রিক সংগ্রামে তিনি এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।”

শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন, এক দুঃসময়ে বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন এবং তার যোগ্য ও দৃঢ় নেতৃত্বে দলটি ঐক্যবদ্ধ হয়ে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়।

. কামাল হোসেন বলেন, “নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, তিনজোটের রূপরেখা প্রণয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন নেতৃত্ব জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

তিনি বলেন, সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, গণতান্ত্রিক আন্দোলনে বারবার কারাবরণ এবং অন্যায়ের সঙ্গে আপস না করার যে উজ্জ্বল দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া রেখে গেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় আরও বলা হয়, “বিগত সরকারের সময় তার প্রতি যে সীমাহীন জুলুম, নির্যাতন ও তাচ্ছিল্য করা হয়েছে, তা দেশের মানুষ কখনো গ্রহণ করেনি। বরং তিনি জনগণের আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন।”

সবশেষে ড. কামাল হোসেন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More