সোমবার, নভেম্বর ১০, ২০২৫
সোমবার, নভেম্বর ১০, ২০২৫

‘খালেদা জিয়ার কাছে গিয়ে হাত-পা ধরে উইথড্র লেটার দিয়ে আসুন’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, ‘খালেদা জিয়া আপনাদের মন্ত্রী বানিয়েছেন, তার আমলে ব্যবসাবাণিজ্য করে অনেকেই ব্যাংকের মালিক হয়েছেন। আজকে জামায়াতের লজ্জা থাকা উচিত বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়ার জন্য। এখনো সময় আছে খালেদা জিয়ার কাছে গিয়ে হাতপা ধরে উইথড্র লেটার দিয়ে আসুন। খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে প্রার্থী প্রত্যাহার করা উচিত। আমরা নির্বাচনে আপনাদের ভয় পাই না, কারণ আপনাদের জামানত থাকবে না।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ফেনীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষের প্রচারণায় পরশুরাম পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা আমাদের সাথে ছিল তাদের দুঃসময়ে পাশে ছিলেন বেগম খালেদা জিয়া। আজ সেই নেত্রীর আসনে প্রার্থী দিয়ে নির্বাচনের চ্যালেঞ্জ জানানো শোভন নয়। আমি বিশ্বাস করি, জামায়াত আমাদের কথা শুনবে এবং তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে। নির্বাচনের দিন সবাই কর্মী হয়ে কাজ করবেননেত্রী আমাদের খালেদা জিয়া, নেতা আমাদের তারেক জিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও সকাল থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ধানের শীষের পক্ষে বাসাবাড়িতে গণসংযোগ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

আলমামুন

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More