বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া‘কে দেখতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল গিয়েছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
শনিবার (৬ নভেম্বর) ৩টা ২০ মিনিটে হাসপাতাল ফটক দিয়ে জুবাইদা রহমানের গাড়ি ঢুকতে দেখা যায়।
এর আগে, শুক্রবার (৫ নভেম্বর) লন্ডন থেকে ঢাকা পৌঁছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শাশুড়িকে দেখতে বিমানবন্দর থেকে দুপুর ১২টায় সরাসরি এভারকেয়ার হাসপাতাল যান।
আড়াই ঘণ্টার বেশি সময় এভারকেয়ারে ছিলেন জুবাইদা রহমান। পরে বেলা আড়াইটার দিকে তিনি ধানমন্ডিতে পৈতৃক বাসায় যান। পরে রাতে আবার তিনি হাসপাতালে যান।
উল্লেখ্য, ১৪ দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতাল নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।
এসএ