ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ে ক্ষুধার্ত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ালেন রাজধানীর মসজিদ উত তাকওয়া সোসাইটির মুসুল্লিরা। সম্প্রতি তারা প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা সহায়তা সংগ্রহ করে তা ফিলিস্তিনের মজলুম জনগণের জন্য উপহার হিসেবে দিয়েছেন।
বুধবার (৬ আগস্ট) বাদ এশা এই অর্থ সহায়তার একটি বড় অংশ (১ কোটি টাকার চেক) হস্তান্তর করা হয় আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা Human Appeal Australia-এর কাছে। সংস্থাটি ফিলিস্তিনে বিশুদ্ধ পানি সরবরাহ ও জরুরি খাদ্য সহায়তার কাজে এই অর্থ ব্যবহার করবে।
মসজিদ উত তাকওয়া সোসাইটির একজন মুখপাত্র জানান, এ সহায়তা হয়তো বিশাল সংকটের তুলনায় ক্ষুদ্র, কিন্তু আমরা বিশ্বাস করি এটি মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত। এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি ক্ষুদ্র প্রয়াস।
এই মহতী উদ্যোগে অংশ নেয়া সকল দাতাকে মসজিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনের জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়।
কমিটি জানিয়েছে, ভবিষ্যতেও ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মজলুম মানুষের পাশে দাঁড়াতে তারা প্রস্তুত রয়েছে।