সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করার প্রতিশ্রুতি দিলো জামায়াত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

স্থানীয় সময় রবিবার (২৬ অক্টোবর) রাতে নিউইয়র্ক সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনারে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’র আয়োজনে এক গণসংবর্ধনায় জামায়াত আমির এই ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা যদি সুযোগ পাই, মায়েদের বাড়তি আরেকটা সম্মান করবো।একজন মা তার সন্তানকে জন্ম দিচ্ছেন, লালনপালন করছেন; আবার ক্ষেত্র বিশেষে তিনি একজন পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন। আমারও ৮ ঘণ্টা, তারও ৮ ঘণ্টা, এটা কি তার ওপর অবিচার নয়?

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব। মা হিসেবে সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য। এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাল্লাহ আমরা যদি ৮ ঘণ্টার জায়গায় তাদের জন্য ৫ ঘণ্টা করি, তাহলে মায়েরা এতই কমিটেড যে, তারা চিন্তা করবে সরকার যে সম্মান আমাদের দিয়েছে, আমাদের উচিত ৮ ঘণ্টার কাজ ৫ ঘণ্টায় সেরে ফেলা।

মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রসঙ্গে জামায়াতে আমির বলেন, ‘যারা মানব হত্যাকারী, তাদের শাস্তি পেতেই হবে। আমরা এখানে কোনো অবিচার চাই না, মকারি অব জাস্টিস চাই না। আমরা চাই ন্যায়বিচার নিশ্চিত হোক। আমরা আপনাদের কথা দিচ্ছি, আল্লাহ যদি জাতির এ আমানত আমাদের হাতে তুলে দেয়, আমরা ইনশাল্লাহ তা করব।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More