ক্রিসমাস উপলক্ষ্যে কাঁচ ও প্লাস্টিকের বোতল এবং প্লাস্টিকের ঢাকনা দিয়ে ক্রিমসাস ট্রি ও ওয়াল আর্ট তৈরি করেছেন কলম্বিয়ার শিল্পীরা। লক্ষ্য পরিবেশ দূষণরোধে সচেতনতা বাড়ানো।
ক্রিসমাস ঘিরে বিশ্বব্যাপী চলছে নানা প্রস্তুতি। সাজানো হচ্ছে বিভিন্ন স্থাপনা, ভবন এবং সড়ক। ক্রিসমাস উপলক্ষ্যে পরিবেশের কথা মাথায় রেখে কলম্বিয়ার বোগোটায় পুনর্ব্যবহারযোগ্য গ্লাস, প্লাস্টিকের বোতল এবং বোতলের ঢাকনা দিয়ে তৈরি করা হয়েছে ক্রিমসাস ট্রি, ওয়াল আর্ট এবং বিভিন্ন ধরনের শিল্পকর্ম।
১২ মিটার উঁচু ক্রিসমাস ট্রিতে প্রায় ৭ হাজার খালি ওয়াইন বোতল ব্যবহার করা হয়েছে। এই শিল্পকর্ম তৈরিতে অংশ নেন শতাধিক মানুষ। হোরা মারিয়ালেস রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনর প্রতিনিধি বলেন “বর্জ্যের অপব্যবহারের কারনে পরিবেশের উষ্ণতা বাড়ছে। এর উত্তরণে আমরা ফেলে দেয়া আবর্জনা দিয়ে সুন্দর কিছু তৈরি করেছি।”
২০ হাজার কাচের বোতল, ১০ হাজার প্লাস্টিকের বোতল এবং ১০ হাজার প্লাস্টিকের ঢাকনা দিয়ে তৈরি করা হয়েছে এসব শিল্পকর্ম।