অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে হটিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ভারত। ফলে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে একত্রে তিন ফরম্যাটেই শীর্ষে উঠার কীর্তি ভারতের।
এর আগে, ২০১২ সালে টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি অর্থাৎ ক্রিকেটের তিন ফরম্যাটে একত্রে শীর্ষে উঠেছিলো দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার মোহালিতে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় ভারত। বিশ্বকাপের আগে এই জয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেলো তারা।
ওয়ানডেতে ভারতের রেটিং পয়েন্ট এখন একশো ১৬। মাত্র এক পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে পাকিস্তান। আর অস্ট্রেলিয়ার অবস্থান তিনে।
প্যাট কামিন্সের দলের পয়েন্ট একশো ১১। পরের অবস্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ৯৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরেই রয়েছে বাংলাদেশ।
এসএ/দীপ্ত নিউজ