সোমবার, নভেম্বর ১০, ২০২৫
সোমবার, নভেম্বর ১০, ২০২৫

ক্যান্সার আক্রান্ত মা ও পঙ্গু ছেলের পাশে দাঁড়ালেন তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু, মায়ের ক্যান্সার”— দেশের একটি বেসরকারি টেলিভিশন সম্প্রতি এই শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানএর নজরে আসে।

এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’ আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজখবর নিতে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানী পান্থপথের একটি হাসপাতালে সংশ্লিষ্ট পরিবারটির সাথে সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’এর একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎ অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ আহবায়ক আতিকুর রহমান রুমন নেতৃত্বে অসহায় পরিবারটির হাতে চিকিৎসা সহায়তা তুলে দেয়া হয়।

সাক্ষাৎকালে আতিকুর রহমান রুমন সংশ্লিষ্ট পরিবারটির প্রতি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানএর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তাদের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

এই কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’ উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফাজামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় যুগ্মসম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, মিরপুর থানা বিএনপি নেতা শাকিল আহমেদ ও বনানী থানা বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More