আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চামড়ার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দাম অনুযায়ী ঢাকায় কোরবানি গরুর লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম হবে ৫০–৫৫ টাকা। অন্যদিকে সারাদেশে নির্ধারণ করা হয়েছে ৪৫–৪৮ টাকা।
রবিবার (২৫ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা’র লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বাণিজ্যমন্ত্রী জানান, এবারের ঈদে গত বছরের চেয়ে ৩ টাকা বাড়িয়ে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ১৮–২০ টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল্য ১২–১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো বলেন, চামড়ায় যেন সঠিকভাবে লবণ দেওয়া হয়। সেই সঙ্গে চামড়া যাতে পাচার না হয়– সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার আহ্বান জানান মন্ত্রী।
গত বছর প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ছিল ৪৭ টাকা থেকে ৫২ টাকা।
আল /দীপ্ত সংবাদ