ড. খোন্দকার মেহেদী আকরাম: বাংলাদেশে কোভিড এখন কোন সমস্যা না। এখন সবচেয়ে বড় সমস্যা ডেংগু। প্রতি বছরই ডেংগু সংক্রমণ মারাত্মক আঁকার ধারণ করছে।পাশ্চত্য দেশগুলোত ডেংগু কোন সমস্যা না। তারা কখনই এর ভ্যাকসিন তৈরীতে তেমন একটা আগ্রহী হবে না। ডেংগু প্রতিরোধক ভ্যাকসিন বাংলাদেশকেই বানাতে হবে।
এমআরএনএ ভ্যাকসিন টেকনোলজি এখন প্রতিষ্ঠিত। বাংলাদেশের গ্লোব বায়োটেক কোভিড ভ্যাকসিন নিয়ে কাজও শুরু করেছিল। আমার ধারণা বাংলাদেশের কোন একটা বায়োটেক কোম্পানী, দেশের একটি বা দুটি বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবরেশনের মাধ্যমে কয়েক বছরের মধ্যেই সহজলভ্য ডেংগু ভ্যাকসিন তৈরী করতে পারে।
এক্ষেত্রে অবশ্য সরকারের আর্থিক সহায়তা অত্যান্ত জরুরী। দেশ শুধু আইটি সেক্টর নিয়ে পরে আছে। দেশ জুড়ে আইটি পার্ক বানাচ্ছে একের পর এক। বায়োটেক খাতে বরাদ্দ নাই কিছুই। মৌলিক গবেষনা এবং বায়োটেক শিল্প খাতে সরকারের বার্ষিক বরাদ্দ বাড়াতে হবে কয়েকশ গুন।
লেখক: ড. খোন্দকার মেহেদী আকরাম,
এমবিবিএস, এমএসসি, পিএইচডি,
সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট,
শেফিল্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য।