পরীক্ষা চলাকালীন সময় যদি কোন স্থানে যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা বন্ধ করতে হয় তাহলে শুধুমাত্র সেই স্থানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ থাকবে। তবে সারাদেশে পরীক্ষা চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতি বছরই হয়। এ বছর হয়তো প্রকোপ কিছুটা বেশি। এই ডেঙ্গু পরিস্থিতির জন্য এইচএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, কিছু পরীক্ষার্থী পরীক্ষার আগে প্যানিক করে তাদের প্রস্তুতি সম্পন্ন হয়নি। তবে তাদের জন্য প্রায় ১৪ লক্ষ পরীক্ষার্থী যারা ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তাদের পরীক্ষা পিছিয়ে দেয়া যায় না। ১৭আগস্ট এই তারিখ বহু আগেই ঘোষণা করা হয়েছে। যেহেতু এটি পাবলিক পরীক্ষা তাই পরীক্ষা সময়মতো নেওয়া জরুরী। তাছাড়াও কোভিডের কারণে অনেক পিছিয়ে পরীক্ষা নিতে হচ্ছে।
তাই পরীক্ষা গত বছর চেয়ে এ বছর এগিয়ে নিতে চেষ্টা করা হয়েছে এবং আগামী বছর স্বাভাবিক সময়ের যত কাছাকাছি সময়ে পরীক্ষা এগিয়ে নিয়ে আসা যায় তা চেষ্টা করা হবে। তাই আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ