কোটি টাকায় খাট, ২৬ হাজারে মিলছে কলম! আবার কোনো স্টলে ‘যা নিবেন তাই ১৩০ টাকা’। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এসব ব্যতিক্রম পণ্য দেখতে ভিড় করছেন অনেকে।
শোবার জন্য প্রয়োজন খাট। একটি খাটের দাম সর্বোচ্চ কত হতে পারে? ১০ হাজার? ২০ হাজার? ১ লাখ? তাই বলে কোটি টাকা! হ্যাঁ, এবারের বাণিজ্যমেলায় এই খাটটির দাম ধরা হয়েছে এমনই।
খাটটি তৈরি হয়েছে পার্বত্য অঞ্চলের সেগুন কাঠের গুড়ি দিয়ে। খাটের নকশায় স্থান পেয়েছে ১৬টি পরী, তাই এর নাম পরী পালঙ্ক। বিক্রেতারা বলছেন, দুইশো বছরেও নষ্ট হবে না এই আসবাব।
দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই কলমে লিখেন!
তার বক্তব্যের পক্ষে প্রমাণও দিলেন এই কর্মকর্তা। তবে আরো বিস্ময় অপেক্ষা করছিল। সদা ঘূর্ণায়মান এই কলমটির দাম ২৬ হাজার টাকা। স্টিলের থালা-বাটি-গ্লাস-চামচ থেকে দেয়াল ঘড়ি, প্লাস্টিকের ফুল-যা কিনবেন, মিলছে একশ ত্রিশ টাকায়। বাণিজ্যমেলায় এই হরেক পণ্যের দোকানে ক্রেতাদের ভীড় তাই সব সময়।
এবারের মেলায় সবমিলিয়ে প্যাভিলিয়ন রয়েছে ৫৮৯টি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বাণিজ্যমেলা খোলা থাকছে।