পাহাড়ে সম্প্রতি আলোচিত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বান্দরবানের রুমায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ।
বুধবার (১৯ এপ্রিল) সকালে রুমা বাজার থেকে ‘রুমা সচেতন নাগরিক সমাজ‘ এর ব্যানারে বের করা হয় বিক্ষোভ মিছিল। এসময় বিভিন্ন গ্রাম থেকে আসা নারী–পুরুষরা বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রুমা মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।
এসময় বক্তারা বলেন, গত সোমবার(১৬) রাতে মুয়ালপি পাড়া থেকে দুই ব্যক্তিকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মারধর করে মারাত্মক আহত করে এবং বুকে অস্ত্র ঠেকিয়ে প্রাণ নাশের হুমকি দেয় কেএনএফ‘র সদস্যরা।
বক্তারা আরো বলেন, কেএনএফ‘র এই কর্মকাণ্ডের কারণে পাহাড়ে সাধারণ মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটছে। দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসা আহ্বান জানান সচেতন নাগরিক সমাজ।
উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মার্মার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রুমা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা, রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মার্মা, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মা, অগ্রবংশ অনাথালয়ের অধ্যক্ষ উ. নাইন্দিয়া ভিক্ষুসহ সচেতন সমাজের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, গত বছর অক্টোবর থেকে সশস্ত্র সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্ট ও নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শ্বারকীয়ার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার কারনে রোয়াংছড়ি, রুমা ও থানচি এই তিন উপজেলায় এখনও অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা রয়েছে।
যূথী/দীপ্ত সংবাদ