পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে গঠন করা হয়েছে শান্তি প্রতিষ্ঠা কমিটি।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হল রুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করা হয় এ শান্তি প্রতিষ্ঠা কমিটি। এতে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা চেয়ারম্যানকে আহ্বায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়।
এসময় আয়োজকরা বলেন, কেএনএফ এর সকল সদস্যকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার এবং কেএনএফ এর সাথে সংলাপ করা হবে। শুধু তাই নয় পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে পাহাড়ে যে সমস্ত এলাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে সেসব এলাকায় খাদ্য সহায়তা নিশ্চিত করাসহ পূর্নবাসন করা হবে বলেও জানান শান্তি রক্ষা কমিটির আহ্বায়ক ক্য শৈ হ্লা।
বিভিন্ন জাতি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত ১৮ সদস্য বিশিষ্ট এই কমিটি পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে– কাঞ্চনজয় তংঞ্চঙ্গ্যা, মুখপাত্র ও সদস্য, শান্তি প্রতিষ্ঠা কমিটি, বান্দরবান।
সংবাদ সম্মেলনে মারমা, বম, ত্রিপুরা, খিয়াং ও খুমীসহ বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ক্যমুই অং মারমা / আল /দীপ্ত সংবাদ