কুষ্টিয়া সদর উপজেলায় গ্রামীণ ব্যাংক আঞ্চলিক অফিস সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২৩ নভেম্বর) ভোরে শহরের পিটিআই সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলে কিছু অংশ পুড়ে যায়।
ব্যাংক কর্মকর্তা বিপ্লব দাস বলেন, ‘আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত ১২টার পর ঘুমিয়ে পড়ি। এরপর আর কিছুই টের পাইনি। সকালে উঠে দেখি, অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে।’
কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগুনের তেমন কোনো আলামত পাওয়া যায়নি। শুধু সাইনবোর্ডে পোড়া চিহ্ন আছে। কেউ কিছুই বলতে পারেননি।
তিনি আরও বলেন, ধারণা করছি, রাতে রাস্তায় টায়ারে আগুন দেওয়া হয়েছিল। সেই আগুনের আঁচ সাইনবোর্ডে লেগেছে। আগুন কেউ দেখেন নি। কেউ নেভান নি। তবে এ বিষয়ে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এসএ