কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে নজরুল ইসলাম (৬০) নামের এক জেলের মরদেহ এবং পৃথক স্থান থেকে অজ্ঞাত অপর এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে নয়টায় সৈকতের মিরা পয়েন্ট থেকে ওই জেলের লাশ এবং গঙ্গামতি পয়েন্ট থেকে অজ্ঞাত অপর ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে দুটি লাশ ভেসে আসার খবর পেয়ে সৈকতের পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এরমধ্যে মীরাবাড়ি পয়েন্টে জেলের লাশ তার ছেলে শনাক্ত করেছে। এছাড়া গঙ্গামতি এলাকায় পাওয়া অপর ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশ দুটি মহিপুর থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলে সহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় এবং ৫ জন জেলে নিখোঁজ হন।