১
কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লিগ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, অনূর্ধ্ব–১৫ জাতীয় ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মঞ্জুরুল করিম।
কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আহসান উল্লাহ স্বপন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ম্যাচে কুমিল্লা জেলা দল ২–১ গোলে হারিয়েছে চাঁদপুর জেলাকে।