সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার জন্য তিন জনকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (১৭ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ দুর্ঘটনার জন্য ট্রেনের গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), লোক মাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোক মাস্টার মো. মহসিনকে (ঢাকা হেডকোয়ার্টার) সাময়িক দরখাস্ত করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
এর আগে, রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী ট্রেন ও সোনার বাংলা ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেসের ৭টি বগি দুমড়ে মুচড়ে যায়। এ সময় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ৫৮৪ জন যাত্রী ছিলেন। এ ট্রেনে বগি ছিল ১৪টি।
আল/দীপ্ত সংবাদ