রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

২২ বছর পর কুমিল্লায় আসছেন তারেক রহমান, প্রস্তুতি সম্পন্ন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কুমিল্লায় আসছেন তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর আজ কুমিল্লা সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

তারেক রহমানকে বরণ করে নিতে ইতোমধ্যে সুয়াগাজী ফুলতলী মাঠে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠের দক্ষিণ পাশে প্রায় ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চে একসঙ্গে কয়েকশ নেতাকর্মীর বসার ব্যবস্থা রাখা হয়েছে। মঞ্চের চারপাশে কয়েক স্তরের বাঁশের বেষ্টনী দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রবিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা মাঠ পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির খোঁজখবর নিচ্ছেন। পুরো মাঠে বাঁশের খুঁটি স্থাপন করে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মাঠ ও আশপাশের এলাকায় মাইক স্থাপন করা হয়েছে। এরই মধ্যে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কুমিল্লা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহউদ্দীপনা লক্ষ্য করা গেছে। মাঠের আশপাশ, সড়কের মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

জনসমাবেশ আয়োজক প্রস্তুত কমিটির আহ্বায়ক মোস্তফা মোর্শেদ জানান, সুয়াগাজীর এই জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে এবং এটি অতীতের সকল জনসমাবেশের রেকর্ড ভাঙবে। বিএনপির নতুন চেয়ারম্যানের বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন কুমিল্লাবাসী।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

কুমিল্লা৬ আসনের বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, শুধু দলের নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই জনসভায় অংশ নেবেন। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলের চেয়ারম্যানকে বরণ করতে আমরা প্রস্তুত। আশা করছি, তিনি কুমিল্লার রাজনীতিতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, তারেক রহমানের এই সফর শুধু কুমিল্লার জন্য নয়, বরং পুরো দক্ষিণপূর্বাঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন পর দলীয় প্রধানের সরাসরি উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দলকে আরও ঐক্যবদ্ধ করবে।

উল্লেখ্য, তারেক রহমান আজ বিকাল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দিতে পৃথক জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।

শাকিল মোল্লা

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More