রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টা ৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, আজ দুপুর ১টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে দুপুর ২টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আতিকুর রহমান বলেন, দুপুরে বাসটির চালক ও সহকারী সড়কের পাশে থামিয়ে রেখে দুপুরের খাবার খেতে যায়। এরপরই আগুনের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে ওভারহিটের কারণে আগুনের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে খিলক্ষেত থানার উপ–পরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, বাসে কীভাবে আগুন লেগেছে সেটা জানার জন্য আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছি।
এসএ