কুড়িগ্রামে ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ জনপদ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। যা গতকাল ছিলো ১৫ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
দিনের বেলা তাপমাএা বৃদ্ধি পেলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বেশী শীত অনুভূত হতে থাকে।শীতের কারণে বিপাকে পড়েছে ক্ষেতমজুর ও খেটে খাওয়া মানুষগুলো।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন বৃদ্ধি পাচেছ শীতজনিত রোগে আক্রান্ত রাগীর সংখ্যা। অপর দিকে, শীতের কবলে পড়েছে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ ১৬টি নদ–নদী তীরবর্তী ৩ শতাধিক চর ও দ্বীপ চরের হত দরিদ্র মানুষগুলো।
কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায়, গত ১৫ সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ১৫– ১৭ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে।
ইউনুছ/আল