টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সবকটি নদ–নদীর পানি ধীরে–ধীরে বৃদ্ধি পাচ্ছে । তবে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ সকাল ৬ টায় চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২০ সেন্টিমিটার, নুনখাওযা পয়েন্টে ২৬ সেন্টিমিটার, কুড়িগ্রাম সদর পয়েন্টে ধরলা নদীর পানি ১০ সেন্টিমিটার, শিমুলবাড়ী পয়েন্টে ৯৭ সেন্টিমিটার, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি ১৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচেছ।
বন্যার পানিতে নদ–নদী তীরবর্তী চর–দ্বীপ চর ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত:১৫ হাজার পরিবার। বসত:বাডীতে পানি উঠায় দুর্ভোগ বেড়েছে বন্যা কবলিত মানুষের। নলকুপ তলিয়ে যাওয়ার বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। গ্রামীণ ছোট বড় সড়ক চালিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। লোকজন হাটু পানি ভেঙে, নৌকা ও কলাগাছের ভেলায় গন্তব্যে যাতায়াত করছে।
বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে ৪ হাজার হেক্টর জমির রোপা আমন, বীজতলা ও বিভিন্ন শাক সবজিসহ ফসলের ক্ষেত।
ইউনুস আলী/শায়লা/দীপ্ত নিউজ