নতুন দিনের শুরুতে ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্র, আর্থিক বিষয় এবং সম্পর্কের ক্ষেত্রে আজ কোনো রাশির জন্য কী বার্তা রয়েছে? জেনে নিন আজকের রাশিফলে।
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল):
কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে। অর্থনৈতিক সিদ্ধান্তে আজ একটু সতর্ক থাকুন।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে):
পরিকল্পিত কাজে অগ্রগতি হবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে।
মিথুন (২১ মে – ২০ জুন):
নতুন যোগাযোগ থেকে লাভ হতে পারে। কথাবার্তায় সংযম রাখলে ভুল বোঝাবুঝি এড়ানো যাবে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই):
আর্থিক লেনদেনে সাবধানতা প্রয়োজন। কাজের চাপ থাকলেও সামলে নিতে পারবেন। বিশ্রামের প্রয়োজন আছে।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট):
নেতৃত্বের সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। অহংকার এড়িয়ে চললে সম্পর্ক ভালো থাকবে।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর):
খুঁটিনাটিতে মনোযোগ দিলে ভুল কম হবে। পড়াশোনা ও গবেষণায় অগ্রগতি হবে।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর):
সমঝোতার মাধ্যমে সমস্যা মিটবে। আইনি বা কাগজপত্রের বিষয়ে সতর্ক থাকুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর):
গোপন কোনো বিষয় সামনে আসতে পারে। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। আর্থিক লাভের সম্ভাবনা আছে।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর):
ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার সুযোগ আসতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনায় সময় দিন।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি):
পরিশ্রমের স্বীকৃতি পেতে পারেন। ঊর্ধ্বতনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):
সৃজনশীল কাজে মন বসবে। বন্ধুর সহায়তা পাবেন। প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে লাভ হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
আবেগপ্রবণতা বাড়তে পারে। পরিবারের সঙ্গে কথা বললে মানসিক চাপ কমবে।