বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

কিনসো ডিসকাউন্ট স্টোর নিয়ে এলো প্রযুক্তির মাধ্যমে সাশ্রয়ী বাজার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কিনসো একটি প্রযুক্তি নির্ভর স্মার্ট মিনি সুপারসপ চেইন। যেখানে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে ও প্যাকেটজাত পণ্য সংগ্রহ করা হয় ২৫% পর্যন্ত কম খরচে। এর কারনে গ্রাহকরা সবথেকে কম মূল্যে চাল, ডাল, আটা, ভোজ্য তেলসহ সকল প্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে পারছেন, সাথে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্রান্ডের প্যাকেটজাত পণ্যের উপর বিশাল ডিসকাউন্ট আর অফার।

কিনসো ডিসকাউন্ট স্টোর, বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় এর অধীনে আইসিটি ডিভিশন এর আইডিয়া প্রোযেক্ট এর একটি পোর্টফোলিও স্টার্ট আপ। ২০২২ এর সেপ্টেম্বরে তাদের কার্যক্রম শুরু করার পরে আইসিটি ডিভিশন থেকে ১০ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট পেয়ছে, এর পর হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর এর বিজয়ী হিসেবে ৮০ লক্ষ টাকার ক্লাউড ক্রেডিট ও ৩ লক্ষ টাকা অনুদান পেয়েছে। সহ-প্রতিষ্ঠাতা আশরাফ হোসেন শচীন এর মাধ্যমে জানা গেছে, কিনসো ডিসকাউন্ট স্টোরের ব্যবসা পরিধি বাড়ানোর জন্য সম্প্রতি থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইউএস এর ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম থেকে ৫ লক্ষ ইউ এস ডলার ‘প্রি সিড’ রাউন্ড এ বৈদেশিক বিনিয়োগ এর আলোচনা চলছে যা বাংলাদেশি টাকায় ৫ কোটি টাকার বেশী। তাছাড়া, ‘প্রি সিড’ রাউন্ডে বাংলাদেশী বিনিয়োগকারী খুজছেন বলে জানা গেছে।

কিনসো এখন একটি আধুনিক বিক্রয় মডেলের উপরের কাজ করছে, যেখানে এলাকা ভিত্তিক বাল্ক পর্যায়ে প্রি-অর্ডার ও ‘ওয়াক ইন’ এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে কিনসো সর্বমোট ১১,৫২৬ কেজি চাল, ডাল, আটা, তেল পণ্য বিক্রয় করেছে। কিনসো তে বাজার করে একজন গ্রাহক প্রতি মাসে ১৫০০ টাকা পর্যন্ত ব্যয় সাশ্রয় করে থাকে।

কিনসো সহ প্রতিষ্ঠাতা ইমাম বলেছেন, “বাংলাদেশে কমোডিটি খাদ্যপণ্যের বাজার বর্তমানে প্রায় ৫০+ বিলিয়ন ডলারের বেশি, আমাদের লক্ষ ২০২৮ সালের মধ্যে বাংলাদেশের ৫ কোটি মানুষের মাঝে স্বল্পমূল্যে ভালো মানের পণ্য সরবারহ করা, যাতে সবাই তার মাসিক আয়ের ৩৫% পর্যন্ত ব্যয় করেই প্রতি মাসের বাজার কিনসো থেকে করতে পারেন। এবং বাংলাদেশের ৩৫ লক্ষ মুদি ও কাচাবাজার দোকানদারকে সাথে নিয়ে বাংলাদেশের সব থেকে বড় চেইন শপ গড়ে তোলা।

কিনসো এর সহ প্রতিষ্ঠাতা আশরাফ হোসেন শচিন, জয়নাব খাইর ও ইমাম আরন্য রয়েছে বিভিন্ন বহুজাতিক ও দেশীয় কম্পানীতে সেলস, মার্কেটিং ও ডিস্ট্রিবিউশনে কাজ করার অভিজ্ঞতা। তাদের বোর্ড অফ এডভাইজার এ আছেন বিশ্বের বিশ্বের সর্ববৃহৎ রিটেল চেইন ‘সেভেন ইলিভেন’ মালয়েশিয়া এর সাবেক প্রধান নির্বাহি গৌরি ব্রাউন, নিউচিপ এক্সেলেরেটর মেন্টর টিনো রায়েস, ভিনা ক্যাপিটাল ভেঞ্চার এর রিচার্ড হ ̈ন , যাদের অভিজ্ঞতায় কাজ করে যাচ্ছে স্মার্ট প্রযুক্তির বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল চেইন তৈরীর লক্ষ্যে ।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More