দাম বাড়েনি, সম্প্রতি বাজারে এমন পণ্য খুঁজে পাওয়া কঠিন। তার ওপর সামনেই রমজান মাস। তাই উৎকণ্ঠাতেই কাটছে ভোক্তার দিনকাল। প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের পরও কমছে না খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। এরইমধ্যে বেড়েছে রোজার বিভিন্ন পণ্যের দাম।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে এখনও চড়া মৌসুমী সবজির দাম।
রমজানের প্রায় দেড় মাস বাকি থাকলেও এরইমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে ওই সময় বেশি ব্যবহৃত পণ্যগুলোর। কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে ছোলা ও বিভিন্ন ধরনের ডালের দাম।
১৪০ টাকায় থমকে আছে খোলা চিনির কেজি। টিসিবির হিসেবে, গত ১২ মাসে এই পণ্যের দাম বেড়েছে প্রায় ২৩ ভাগ।
সরকারের মনিটরিং ব্যবস্থার দুর্বলতার কারণে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলে মনে করছেন ভোক্তারা। তবে ব্যবসায়ীরা বলছেন ডলার সংকট ও এলসি করতে না পারায় আমদানি নির্ভব পণ্যের দাম বেড়েছে।
সবজির বাজার নিয়েও ক্রেতার অভিযোগ অন্তহীন। প্রায় প্রতিটি সবজির গড় দাম ৯০ টাকা কেজি।
উল্লেখ্য, গত ডিসেম্বরে যে গরুর মাংসের দাম সাড়ে ছয়শ টাকায় নেমে আসে, সেটি এখন কেজিপ্রতি ৮০০ টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন: আমদানি স্বাভাবিক, তবুও বাড়ছে খেজুরের দাম
এসএ/দীপ্ত নিউজ