কাল শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। এবার উস্কানি ও গুজব ছড়ালে, তাৎক্ষণিক ব্যবস্থা নেবে ডিএমপি। মেলাপ্রাঙ্গণের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেড় হাজার সদস্য। বই যাচাই-বাছাইয়ে ট্যাস্কফোর্স গঠন করেছে বাংলা একাডেমি।
অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে স্টলে-স্টলে বই গোছানোর ব্যস্ততা। পয়লা ফেব্রুয়ারি সরগরম হবে বাঙালির মেলবন্ধনের এই স্থান। এবার অংশ নেবে ৬০১টি প্রকাশনা সংস্থা। তাদের স্টল সংখ্যা ৯০১। এ ছাড়া থাকছে বিভিন্ন সংগঠনের ৬৮টি প্যাভিলিয়ন। করোনা-পরবর্তী সময়ের এই আয়োজন নিয়ে বেশ আশাবাদী সবাই।
বইমেলার নীতিমালা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন আয়োজকরা। মঙ্গলবার মেলাপ্রাঙ্গণ পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। সহকর্মীদের নিয়ে ঘুরে দেখেন বিভিন্ন স্টল। পরে তিনি সার্বিক নিরাপত্তার বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন।
বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ আয়োজন। তবে, রাত সাড়ে ৮টার পর কাউকে প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে শিশুপ্রহর।