গত কয়েক দিনের টানা বর্ষণে পানি বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ছাড়িয়েছে ২শত মেগাওয়ার্ড। যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। যার ফলে বিদ্যুৎ কেন্দ্রেটিতে এক সপ্তাহের ব্যবধানে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
শনিবার (১২ আগষ্ট) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে ২০০–২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, শনিবার সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রে মোট ২০০–২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এছাড়া পানি পরিমাণ আরো বাড়লে সেক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে বলে তিনি জানান।
এদিকে বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ এমএসএল । হ্রদে বর্তমানে ৯২ এমএসএল পানি থাকার কথা থাকলেও শনিবার সকাল ৯টা পর্যন্ত ১০১.৪৫ এমএসএল পানি রয়েছে।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদের দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ২৩০ মেগাওয়াট।
এসএ/দীপ্ত নিউজ