কাপড়ের বর্জ্য দিয়ে চিত্রকর্ম তৈরি করছেন নাইজেরিয়ার এক শিল্পী। এসব শিল্পকর্মে স্থানীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরছেন তিনি।
বড় বড় এসব ক্যানভাসের কোনোটিতে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসাঞ্জো, আবার কোনোটিতে আফ্রিকার তরুণীদের ফুটিয়ে তোলা হয়েছে। তবে, কোনো রং বা তুলির সাহায্যে নয়, পরিত্যক্ত কাপড়ের টুকরোই এসব শিল্পকর্মের মূল উপাদান।
প্রথমে দর্জির কাছ থেকে পরিত্যক্ত কাপড় সংগ্রহ করেন শিল্পী উজোমা স্যামুয়েল আনিয়ানউ। এগুলোর মধ্য থেকে কিছু টুকরো প্রয়োজন মতো কাটার পর সেলাই করা হয়। এরপর আঠার সাহায্যে ক্যানভাসের ওপর বসিয়ে তৈরি করা হয় বিভিন্ন প্রতিকৃতি।
নাইজেরিয়ান টেক্সটাইল শিল্পী উজোমা স্যামুয়েল আনিয়ানউ বলেন “এগুলো তৈরি করতে আপনাকে অনেক ধৈর্য্যশীল ও কল্পনাপ্রবণ হতে হবে। রঙ্গিন কাপড়ের টুকরোগুলোর কোন অংশ কোথায় ব্যবহার করতে হবে, প্রথমে তা ঠিক করা হয়। পরে সময় নিয়ে এগুলোকে সাজাতে হবে।”
দক্ষ টেক্সটাইল শিল্পী হওয়ার জন্য, ২০১২ সালে আলোকচিত্রীর পূর্ণকালীন কাজ ছেড়ে, এতে মনোনিবেশ করেন উজোমা স্যামুয়েল আনিয়ানউ। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠে তার শিল্পকর্ম।