কারণ বিশ্বকাপ ফুটবলের ট্রফির নকশাকার ইতালির ভাস্কর সিলভিও গাজ্জানি। ১৯৭১ সালে বিশ্বকাপ ফুটবলের ট্রফির নকশা করেন ইতালির ভাস্কর সিলভিও গাজ্জানি। সাতটি দেশের ৫৩টি ডিজাইনের মধ্যে থেকে গাজ্জানির নকশাটিকেই বেছে নিয়েছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফার তৃতীয় প্রেসিডেন্ট জুলে রিমে প্রথম বিশ্বকাপের প্রচলন করায়, তার প্রতি সম্মান দেখিয়ে ১৯৪৬ সালে আগের বিশ্বকাপ ট্রফির নামকরণ করা হয়েছিল ‘জুলে রিমে ট্রফি’। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর, তৎকালীন রীতি অনুসারে ট্রফিটি আজীবনের জন্য তাদের দিয়ে দেওয়া হয়। এরপর ১৯৭১ সালে মিলানের শিল্পী সিলভিও গাজ্জানি নতুন বিশ্বকাপ ট্রফির নকশা করেন।
আগামী ২০৪২ সাল পর্যন্ত ট্রফি বানানোর দায়িত্ব গাজ্জানির পরিবারের হাতেই থাকছে। এরপর আবারো নতুন কোরে ট্রফি তৈরির নকশা নির্ধারণ করবে ফিফা। কেননা ট্রফির গায়ে বিশ্বকাপজয়ী দল ও অর্জনের সাল লিখে রাখা হয়। যেখানে লেখা সম্ভব মোট ১৭টি জয়ীর নাম। সেই নিয়ম বহাল থাকলে, নাম খোদাইয়ের জায়গার ঘাটতিতে ২০৪২ সাল থেকে ফিফাকে ব্যবহার করতে হবে নতুন ট্রফি।