কাতার বিশ্বকাপে আজ ৩টি ম্যাচ হবে। গ্রুপ ‘এ’ তে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও সেনেগাল। আর ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের প্রতিপক্ষ ইরান এবং যুক্তরাষ্ট্র খেলবে ওয়েলসের বিপক্ষে।
প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও ইরান। দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। ১৯৬৬ সালে শিরোপা জেতা ইংল্যান্ড বিশ্বকাপে খেলেছে ১৬ বার আর ইরান ৪ বার। এবার টানা তৃতীয়বার হলেও একবারও গ্রুপ পর্ব পার হতে পারেনি ইরান।
দিনের দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিপক্ষে মাঠে মাঠে নামবে নেদারল্যান্ডস। আল থুমানা স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। তৃতীয়বার বিশ্বকাপ খেলা সেনেগাল দলে নেই তাদের সেরা তারকা সাদিও মানে। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা নেদারল্যান্ডস দলে রয়েছে ভার্জিল ভ্যান ডাইক, মেমফিস ডিপেইদের মত খেলোয়াড়।
দিনের শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে ওয়েলসের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। ৬৪ বছর পর এবার বিশ্বকাপে খেলছে ওয়েলস।