ঐতিহ্য ধরে রাখতে হাজার বছরের পুরনো পদ্ধতিতে বিশাল এক সেতু নির্মান করেছে চীন। গুয়াঞ্জি প্রদেশের সানজিয়াং কাউন্টির ৭০ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষ্যে এই সেতুর উদ্বোধন করা হয়েছে।
বিশাল এই সেতুর পুরোটাই কাঠ দিয়ে তৈরি। বিংশ শতাব্দীতে এসে কোনরকম হুক বা পেরেক ছাড়া সম্পুর্ন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে চীনের ইংইয়েং উইন্ড এন্ড রেইন ব্রিজ। সেতুটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ঐতিহ্যবাহী মোরটাইজ এবং টেনন পদ্ধতি। প্রায় হাজার বছর পুরনো এই পদ্ধতিতে মূলত কোন লোহার ব্যবহার ছাড়া কাঠের তক্তা জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে।
পথচারী বলেন ” অসম্ভব সুন্দর সেতুটি। বিশেষ করে রাতে একদম অন্যরকম লাগে। ”
এই সেতুটি তৈরিতে খরচ করা হয়েছে ৩৩ মিলিয়ন ইউরো বা ৩৬৭ কোটি টাকা । সেতুটিতে চারটি দ্বিমুখী লেন, এবং পথচারীদের জন্যও ছাউনিসহ আলাদা লেন রয়েছে।
এই অঞ্চলের বিশেষত্বই এই কাঠ শিল্প। আর এই সেতু তরুণদের এই শিল্প সম্পর্কে আগ্রহী করে তুলবে ।
৪শ মিটার লম্বা এবং ২৮ মিটার চওড়া এই সেতু স্থানীয়দের মধ্যে বেশ সারা ফেলেছে।